বুধবার (১৫ মার্চ) দুপুরের দিকে রেজিস্ট্রার ভবনে উপাচার্যের কার্যলয়ে এ স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপিতে বলা হয়, অনলাইন সংবাদমাধ্যমে আমরা জানতে পারি গ্রন্থাগারের ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক অজিত কুমার মজুমদারের বিরুদ্ধে খারাপ ব্যবহারের অভিযোগ উঠেছে।
আমরা মনে করি তাদের দাবি অযৌক্তিক। অধ্যাপক অজিত কুমার মজুমদার গ্রন্থাগারের দায়িত্বে আসার পর অন্য যেকোনো সময়ের চেয়ে গ্রন্থাগারের ব্যাপক উন্নতি হয়েছে। তাকে পদত্যাগ করাতে বাধ্য করা হলে আমরাও লাগাতার আন্দোলনে নামতে বাধ্য হবো।
এ সময় বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম তাদের আশ্বস্ত করেন।
এদিকে উপাচার্যের আশ্বাসের ভিত্তিতে কর্মচারী সমিতির কর্মসূচি স্থগিত করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
কর্মসূচি স্থগিতের বিষয়ে কর্মচারী সমিতির সভাপতি অমর চাঁদ মন্ডল বাংলানিউজকে বলেন, বিষয়গুলো সহানুভূতির সঙ্গে দেখা ও মৃত তিন ব্যক্তির পোষ্যের চাকরি দেওয়ার আশ্বাসের ভিত্তিতে আমরা কর্মসূচি স্থগিত করেছি।
বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
জিপি/জেডএস