মহান স্বাধীনতা দিবসে রোববার (২৬ মার্চ) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে একাত্তরে শহীদ জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদনকালে তিনি এ আহ্বান জানান।
ঢাবি উপাচার্য বলেন, একাত্তরে জাতির শ্রেষ্ঠ সন্তানেরা এ দেশকে স্বাধীন করার জন্য রক্ত দিয়েছেন।
ইসলাম শান্তির ধর্ম। এখানে অশান্তির কোনো জায়গা নেই মন্তব্য করে আরেফিন সিদ্দিক বলেন, ধর্মের নামে কোনো অধর্ম করা চলবে না।
একটি বিশেষ গোষ্ঠী জঙ্গি চক্রের সঙ্গে মিশে গিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন ঢাবি উপাচার্য। তবে এ ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ সময়: ১০০৮ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৭
এইচএ/