ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

টিএসসিতে স‍ুরের মূর্ছনায় স্বাধীনতা দিবস উদযাপন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৭
টিএসসিতে স‍ুরের মূর্ছনায় স্বাধীনতা দিবস উদযাপন টিএসসিতে স‍ুরের মূর্ছনায় স্বাধীনতা দিবস উদযাপন-ছবি-আনোয়ার হোসেন রানা

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে স‍ুরের মূর্ছনায় উদযাপন করা হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। 

রোববার (২৬ মার্চ) সন্ধ্যায় টিএসসির মিলনায়তনে সংগীত পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

 

অনুষ্ঠানের শুরুতে দেশত্ববোধক গান পরিবেশন করা হয়। এরপর প্রধান অতিথির বক্তৃতায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, প্রভাব বিস্তারে সংগীত একটি শক্তিশালী মাধ্যম। একাত্তরের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ বেতার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মুক্তিযুদ্ধ চলাকালীন জর্জ হ্যারিসন ‘কনসার্ট ফর বাংলাদেশ’ আয়োজনের মাধ্যমে বিশ্বের কাছে মুক্তিযুদ্ধের যৌক্তিকতা তুলে ধরেন।

সংগীতের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়ারও আহ্বান জানান তিনি।

সংগীতের প্রসারে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ভারতের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় একসঙ্গে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, দুই বিশ্ববিদ্যালয়ের যৌথ আয়োজনে আগামী ২৮ ও ২৯ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংগীত উৎসবের আয়োজন করা হবে।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৭
এসকেবি/আরআর/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।