মঙ্গলবার (১৩ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ পরিষদের সভায় এ সিদ্ধান্ত হয়।
প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক বিপুল কুমার বিশ্বাস বাংলানিউজকে জানান, ১৮ জুন দুপুর ২টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগ করতে হবে।
তিনি আরও জানান, প্রাধ্যক্ষ পরিষদের সভায় নেওয়া এ সিদ্ধান্তের সুপারিশ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পাঠানো হয়েছে।
জনসংযোগ দফতর সূত্রে জানা যায়, পবিত্র মাহে রমজান, ঈদ-উল-ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ২৭ মে থেকে ২৯ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস বন্ধ থাকবে। ছুটিতে বিশ্ববিদ্যালয়ের অফিস ২০ থেকে ২৯ জুন পর্যন্ত বন্ধ থাকবে।
বাংলাদেশ সময়: ২২০৮ ঘণ্টা, জুন ১৩, ২০১৭
আরবি/