দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মূল সড়কে প্রায় কয়েক শতাধিক শিক্ষার্থী এ মানববন্ধনে অংশ নেয়।
দীর্ঘদিন ধরেই ছোট-বড় অসংখ্য গর্ত আর খানাখন্দে বেহাল দশা সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গণবি) যাতায়াতের সড়কটির।
সামান্য বৃষ্টিতেই এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। সড়কটির বিভিন্ন স্থান যেন পরিণত হয়েছে পুকুরে। প্রতি বছর বর্ষার মৌসুমে সড়কটির এমন বেহাল দশা হলেও দেখার কেউ নেই।
এ বিষয়ে বারবার পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশিত হলেও ভাঙ্গা ইটের টুকরা ও বালি দিয়ে সংস্কার ছাড়া কোন পদক্ষেপ আজ পর্যন্ত নেওয়া হয়নি বলে মানববন্ধনে অভিযোগ করেন শিক্ষার্থীরা।
বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, জুন ১৩, ২০১৭
আরআই