‘হয় অ্যাপ্রোন না হয় কাফন’ শীর্ষক স্লোগানে বুধবার (১৪ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করেন মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।
মানববন্ধনে পরীক্ষার্থীরা বলেন, পড়তে বসলেই আমাদের মনে পড়ে আমাদের পাঁচ নম্বর কেটে নিবে।
পরীক্ষার তিনমাস আগে এমন সিদ্ধান্ত খুবই অযৌক্তিক দাবি করে শিক্ষার্থীরা বলেন, পাঁচ নম্বর কাটার ফলে আমরা ৭০ নম্বর পেলেও তা দাঁড়াবে ৬৫ নম্বরে। অন্যদিকে ৬৬ নম্বর পেয়ে যখন আর একজন চান্স পাবে তখন মেধার মূল্যায়ন কী হবে? ৭০ আর ৬৬ কী সমান?
মানববন্ধনে অভিভাবকরা বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে ছয় বার মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হয়। ওদের জনসংখ্যা বা পরীক্ষার্থীও অনেক। তাহলে আমাদের এ অব্যবস্থাপনা কেন? মেডিকেলে ভর্তি পরীক্ষা বা পড়াশোনা তো সহজ বিষয় নয়।
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, জুন ১৪, ২০১৭
এমএএম/জিপি