ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রুয়েটের ভর্তি পরীক্ষা ১০ নভেম্বর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, জুন ১৪, ২০১৭
রুয়েটের ভর্তি পরীক্ষা ১০ নভেম্বর

রাবি: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে। চলতি শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া কোনো পরিবর্তন আনা হয়নি।

বুধবার (১৪ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বুধবার (১৩ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত বছরের নিয়মেই এবার ভর্তি পরীক্ষা সম্পন্ন হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রুয়েটের ১২টি বিভাগে মোট ৮১৫ জন শিক্ষার্থী ভর্তি করানো হবে। ভর্তি পরীক্ষায় গণিত, রসায়ন ও পদার্থবিজ্ঞান বিষয়ের প্রতিটি থেকে ১০০ নম্বর করে ৩০০ নম্বর এবং ইংরেজি বিষয়ে ৫০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে।

তবে আর্কিটেকচার বিভাগে ভর্তিচ্ছুদের অতিরিক্ত ১০০ নম্বরের মুক্তহস্ত অঙ্কন পরীক্ষায় অংশ নিতে হবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত সব তথ্য রুয়েটের ওয়েবসাইটে www.ruet.ac.bd পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, জুন ১৪, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।