ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবির শহীদুল্লাহ হল এখন ড. মুহম্মদ শহীদুল্লাহ হল

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৯ ঘণ্টা, জুন ১৭, ২০১৭
ঢাবির শহীদুল্লাহ হল এখন ড. মুহম্মদ শহীদুল্লাহ হল শহীদুল্লাহ হল ফটক (পুরনো ছবি)

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদুল্লাহ হলের নাম পরিবর্তন করে ড. মুহম্মদ শহীদুল্লাহ হল রাখা হয়েছে।

শনিবার (১৭ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, হলটির পরিচিতিতে কোন শহীদুল্লাহ সেটি নির্দিষ্ট করা ছিল না।

হল প্রশাসন, শিক্ষার্থীদের পরামর্শের ভিত্তিতে এখন থেকে এটি ড. মুহম্মদ শহীদুল্লাহ হল নামে পরিচিতি লাভ করবে।

সভায় উপস্থিত সিনেট সদস্যরা উপাচার্যের সঙ্গে একমত পোষণ করেন। শহীদুল্লাহ হল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় ১৯২১ সালেই প্রতিষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জুন ১৭, ২০১৭
এসকেবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।