ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবির ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়বে ৩৯ জন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৭
ঢাবির ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়বে ৩৯ জন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিসে সংবাদ সম্মেলন-ছবি-বাংলানিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শেষ হয়েছে। ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে আবেদন করেছে ৩৯ জন।

মঙ্গলবার (২৯ আগস্ট) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

৫টি ইউনিটের মোট ৭ হাজার ১২৩টি আসনের বিপরীতে ২ লাখ ৭৭ হাজার ৭১৫ জন প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন করেছেন।

যার মধ্যে ক-ইউনিটের ১ হাজার ৭৬৫টি আসনের বিপরীতে ৯১ হাজার ১৪৩ জন, খ-ইউনিটের ২ হাজার ৩৬৩টি আসনের বিপরীতে ৩৩ হাজার ১৬৪ জন, গ-ইউনিটের ১ হাজার ২৫০টি আসনের বিপরীতে ২৯ হাজার ৯৫৪ জন, ঘ-ইউনিটের ১ হাজার ৬১০টি আসনের বিপরীতে ১ লাখ ৩ হাজার ২৮২ জন এবং চ-ইউনিটে ১৩৫টি আসনের বিপরীতে ২০ হাজার ১৭২ জন আবেদন  করেছেন।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, গ-ইউনিটের ভর্তি পরীক্ষা ১৫ সেপ্টেম্বর, চ-ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ১৬ সেপ্টেম্বর, খ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২২ সেপ্টেম্বর, চ-ইউনিটের ভর্তি পরীক্ষা (অঙ্কন) ১৬ সেপ্টেম্বর, মৌখিক ২৩ সেপ্টেম্বর, ক-ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩ অক্টোবর এবং ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে।

এছাড়া পরীক্ষা সুষ্ঠুভাবে শেষ করার লক্ষ্যে পরীক্ষার হলে ক্যালকুলেটর, মোবাইল ফোন বা টেলিযোগযোগ করা যায় এমন ইলেকট্রনিকস ডিভাইস/যন্ত্র সর্ম্পূণ নিষিদ্ধ। ভ্রাম্যমাণ আদালত পরীক্ষার সময় দায়িত্ব পালন করবে।

বাংলাদেশ সময়: ২২৪১ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৭
এসকেবি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।