ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবিতে তিন দিনব্যাপী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৭
রাবিতে তিন দিনব্যাপী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা রাবিতে তিন দিনব্যাপী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা

রাবি: তথ্য অধিকার আইন বিষয়ক বিভিন্ন ইস্যুতে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) টিআইবি-গোল্ড বাংলাদেশ তৃতীয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় গ্রুপ অব লিবারেল ডিবেটারস বাংলাদেশ (গোল্ড বাংলাদেশ)-এর উদ্যোগে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) থেকে বৃহস্পতিবার (১৪ সেপ্টম্বর) পর্যন্ত তিন দিনব্যাপী এ প্রতিযোগিতা চলবে।

সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির সভাপতি সোহরাব হোসেন।

প্রতিযোগিতায় সার্বিক সহায়তা করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- রাজশাহী মহানগর সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি অধ্যাপক আব্দুস সালাম, টিআইবির প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. গোলাম রহমান, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার জাফর সাদিক, সংগঠনটির মডারেটর মো. মামুন আব্দুল কাইয়ুম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।