ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পটুয়াখালীতে বিদ্যালয় সরকারিকরণের দাবিতে মানববন্ধন 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৭
পটুয়াখালীতে বিদ্যালয় সরকারিকরণের দাবিতে মানববন্ধন  বিদ্যালয় সরকারিকরণের দাবিতে মানববন্ধন 

পটুয়াখালী: পটুয়াখালীর দুমকি এ কে মডেল মাধ্যমিক বিদ্যালয় সরকারিকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

দুমকি উপজেলার সকল সচেতন নাগরিক কমিটির ব্যানারে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় সংলগ্ন হাসপাতাল সড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে পীরতলা বাজার বনিক সমিতির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম ছালাম, দুমকি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আবুল হোসেন, যুব সংহতির সাধারণ সম্পাদক সৈয়দ জসিম উদ্দিন ও প্রধান শিক্ষক আলমগীর হোসেন মিয়াসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

 

মানববন্ধন থেকে ১৯৬৫ সালে উপজেলা সদরে প্রতিষ্ঠিত ভালো ফলাফল অর্জনকারী এ শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে দাবি জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৭
এমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।