ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এনবিআইই’র মাস্টার্স শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৭
এনবিআইই’র মাস্টার্স শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা   এনবিআইই’র মাস্টার্স শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

রাজশাহী: নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এনবিআইই)  ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্স প্রোগ্রামের এমএ (২ বছর) মেয়াদী ফল সেমিস্টার-২০১৫ এর ৫ম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহী মহানগরীর মাস্টার সেফ রেস্তরাঁর হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনির্ভাসিটির উপাচার্য প্রফেসর ড. আবদুল খালেক।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর ওবায়দুর রহমান প্রামাণিক, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম. ওয়াজেদ আলী, বিভাগের প্রফেসর ড. মোসা. ছায়িদা আকতার। বিভাগের কো-অর্ডিনেটর ও প্রক্টর ড. আজিবার রহমান, বিভাগের প্রভাষক হাফিজুর রহমান ও আব্দুল্লাহ সরকার।

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৭
এসএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।