ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

হাবিপ্রবিতে অনার্স ১ম বর্ষ ভর্তি পরীক্ষার আবেদন শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭
হাবিপ্রবিতে অনার্স ১ম বর্ষ ভর্তি পরীক্ষার আবেদন শুরু

দিনাজপুর: হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০১৮ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া রোববার (১৭ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে। চলবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইন অথবা মোবাইল ফোন থেকে এসএমএস’র মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফি ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের (DBB) মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দিতে হবে।

 

আবেদন প্রক্রিয়া ও যাচাই-বাছাই শেষে আগামী ৫ নভেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।  

এবার ৮টি অনুষদের অধীনে ১৯টি কোর্সে মোট এক হাজার ৯৯৫ জন ছাত্র-ছাত্রী ভর্তি হতে পারবেন।  

এর মধ্যে মুক্তিযোদ্ধা কোটার জন্য মোট আসনের অতিরিক্ত ৫ শতাংশ আসন ও বিদেশি শিক্ষার্থীদের জন্য ৮০টি আসন সংরক্ষিত থাকবে। এর বাইরে সংরক্ষিত আসনে বিভিন্ন কোটায় শিক্ষার্থীদের ভর্তির সুযোগ রাখা হয়েছে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।