ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

৭ বিভাগে হবে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
৭ বিভাগে হবে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.মুহাম্মদ আহসান উল্লাহ

ময়মনসিংহ: দেশের ৭টি বিভাগে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ৭ টি আঞ্চলিক কেন্দ্র গড়ে তোলা হবে বলে জানিয়েছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.মুহাম্মদ আহসান উল্লাহ।

তিনি বলেন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছে। আমাদের সবচেয়ে বড় অর্জন একনেকে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস এজেন্ডাভুক্ত হয়েছে।

ঢাকার কেরানীগঞ্জে ২০ একর জমির ওপর স্থায়ী ক্যাম্পাস নির্মিত হবে। পর্যায়ক্রমে সারা দেশের ৭ টি বিভাগে ৭ টি আঞ্চলিক কেন্দ্র হবে।  

শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহ নগরীর ভাটিকাশরের কারিতাস আঞ্চলিক মিলনায়তনে আরবি ভাষা ও ইসলামি জ্ঞান বিষয়ে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের জাতীয় প্রতিযোগিতায় ময়মনসিংহ বিভাগের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.মুহাম্মদ আহসান উল্লাহ আরো বলেন, আমি শূন্যহাতে আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে আমার পথচলা শুরু করেছিলাম। আগে ৩১টি মাদ্রাসায় অনার্স চালু ছিল। এখন ২১ টি মাদ্রাসায় নতুন করে অনার্স কোর্স চালু হয়েছে।   আরো বেশ কয়েকটি মাদ্রাসায় অনার্স কোর্স চালুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। আমরা শিক্ষাকে সম্প্রসারণ করতে চাই।

তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাত্র সাড়ে ১২ একর জমির ওপর প্রতিষ্ঠিত। সেখানে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় শুরুতেই ২০ একর জমি পেয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুরুতেই আমাদের বিশাল জায়গা দিয়েছেন।

মাদ্রাসার শিক্ষার্থীদের উৎসাহ দিতে এমন প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করেন তিনি।

ঐতিহ্যবাহী ডি.এস.কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ড.মাওলানা ইদ্রিস খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রীর একান্ত সচিব নাজমুল হক খান, জেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ময়মনসিংহ অঞ্চলের উপ-পরিচালক মো: আব্দুল খালেক।  

ডি.এস.কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ড.মাওলানা ইদ্রিস খান বলেন, আরবি বিশ্ববিদ্যালয়ের এ প্রতিযোগিতা গোটা দেশে ব্যাপক সাড়া জাগিয়েছে। এ প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে বিজয়ীদের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কার তুলে দিবেন।

পরে এ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ক্রেস্ট, নগদ অর্থ, সনদ ও মেডেল তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.মুহাম্মদ আহসান উল্লাহ।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
এমএএএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।