ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ই-ফাইলিং কার্যক্রমে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭
ই-ফাইলিং কার্যক্রমে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ 

ঢাকা: কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ই-ফাইলিং কার্যক্রম উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

সোমবার (২৫ সেপ্টেম্বর) কারিগরি শিক্ষা বিভাগে মন্ত্রী তার দফতরে একটি ফাইলে অনুমোদনের মাধ্যমে ই-ফাইলিং কার্যক্রম উদ্বোধন করেন।  

এর মাধ্যমে এখন থেকে এ বিভাগের সব নথি প্রশাসনিক কর্মকর্তা থেকে প্রযোজ্য ক্ষেত্রে সচিব হয়ে মন্ত্রী পর্যন্ত অনলাইনে সম্পন্ন করা হবে।

 

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে পাইলটিং ভিত্তিতে ১ সেপ্টেম্বর থেকে ই-ফাইলিং কার্যক্রম চালু করা হয়েছিল। সব কর্মকর্তা এরইমধ্যে ই-ফাইলিংয়ে দক্ষ হয়ে উঠেছেন।  

উদ্বোধনের সময় বিভাগের সচিব মো. আলমগীরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রী অত্র বিভাগে ই-ফাইলিং কার্যক্রম আনুষ্ঠানিভাবে শুরু করায় সচিবসহ সব কর্মকর্তাকে অভিনন্দন জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭
এমআইএএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।