ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবি’র ভর্তি পরীক্ষায় আবেদন পড়েছে ৩ লক্ষাধিক

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭
রাবি’র ভর্তি পরীক্ষায় আবেদন পড়েছে ৩ লক্ষাধিক

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি হতে প্রতি আসনের বিপরীতে ৬৮ জন শিক্ষার্থী লড়াই করবে।

যা গত বছর ছিলো ৩৮। অতীতের সব রেকর্ড ভেঙে এ বছর আবেদন পড়েছে ৩ লাখ ১৬ হাজার ১২০টি।

গত বছর আবেদন করেছিলে ১ লাখ ৭৮ হাজার ৯৪৯ জন ভর্তিচ্ছু।

সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার বাংলানিউজকে জানান, কোটাসহ মোট ৪ হাজার ৬৩৬ আসনের বিপরীতে ৩ লাখ ১৬ হাজার ১২০ জন প্রার্থী আবেদন করেছেন। ফলে প্রতি আসনে লড়বে ৬৮ জন শিক্ষার্থী। চলতি মাসের ১০ সেপ্টেম্বর
থেকে ২৪ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন জমা নেওয়া হয়।

আগামী ২২ অক্টোবর থেকে ২৬ অক্টোবর মোট নয়টি অনুষদে ৫৭টি বিভাগ ও ২টি ইনস্টিটিউটে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৭ অক্টোবর দুপুর ১২টা থেকে ১১ অক্টোবর রাত ১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার বলেন, ‘ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তির সুযোগ নেই। তাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তির সুযোগ বহাল করায় আবেদন সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ’

প্রভাষ কুমার আরো জানান, ‘এ’ ইউনিটের (কলা অনুষদ) ৯৪১টি আসনের বিপরীতে ৩৩ হাজার ৬৮০ জন, ‘বি’ ইউনিটের (আইন অনুষদ) ১৬০টি আসনের বিপরীতে ৩১ হাজার ৮৬৯ জন, ‘সি’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ) ৬৬০টি আসনের বিপরীতে ৪৯ হাজার ১৭৪ জন, ‘ডি’ ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ) ৪৭০টি আসনের বিপরীতে ২২ হাজার ৫২৬ জন, ‘ই’ ইউনিটের (সামাজিক বিজ্ঞান অনুষদ) ৭৪৮টি আসনের বিপরীতে ৪১
হাজার ২৩২ জন, ‘এফ’ ইউনিটের (জীব ও ভূ-বিজ্ঞান অনুষদ) ৪৩৬টি আসনের বিপরীতে ৩৯ হাজার ৯৩৪ জন, ‘জি’ ইউনিটের (কৃষি অনুষদ) ২১২টি আসনের বিপরীতে ২৮ হাজার ৭৮৩ জন, ‘এইচ’ ইউনিটের (প্রকৌশল অনুষদ) ২৭২টি আসনের বিপরীতে ৩৯ হাজার ৬২৬ জন, ‘আই’ ইউনিটের (চারুকলা অনুষদ) ১২০টি আসনের বিপরীতে ৪ হাজার ৩২ জন, ‘জে’ ইউনিটের (ব্যবসায় প্রশাসন ইন্সটিটিউট) ৫০টি আসনের বিপরীতে ১৩
হাজার ৬৪২ জন, ‘কে’ ইউনিটের (শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট) ৫০টি আসনের বিপরীতে ১১ হাজার ৬২২ জন প্রার্থী আবেদন করেছেন।

এর আগে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে এক লাখ ৭৮ হাজার ৯৪৮, ২০১৫-১৬ শিক্ষাবর্ষে এক লাখ ৬০ হাজার ৬৮২, ২০১৪-১৫ শিক্ষাবর্ষে এক লাখ ৬৫ হাজার ৫৬৪টি আবেদন জমা
পড়েছিল।

ভর্তি প্রক্রিয়া সম্পর্কিত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট
((http://admission.ru.ac.bd/)  এ পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, ২৫ সেপ্টেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।