ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রোহিঙ্গাদের হত্যা-নির্যাতন বন্ধে বেরোবিতে মানববন্ধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭
রোহিঙ্গাদের হত্যা-নির্যাতন বন্ধে বেরোবিতে মানববন্ধন রোহিঙ্গাদের হত্যা-নির্যাতন বন্ধে বেরোবিতে মানববন্ধন, ছবি: বাংলানিউজ

বেরোবি, (রংপুর): বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শিক্ষক সমিতির আয়োজনে মিয়ানমারে রোহিঙ্গাদের হত্যা-নির্যাতন প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. তুহিন ওয়াদুদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর সঞ্চালনায় মানববন্ধনে  গণিত বিভাগের অধ্যাপক ড. আর এম হাফিজুর রহমান, পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. গাজী মাজহারুল আনোয়ার, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. শফিক আশরাফ, একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের বিভাগীয় প্রধান আপেল মাহমুদ, সহকারী অধ্যাপক উমর ফারুক, প্রভাষক আশানউজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।

মিয়ানমার সরকারকে হত্যা ও নির্যাতন বন্ধ করে শরণার্থীদের দেশে ফিরিয়ে নিতে বাধ্য করার দাবি জানিয়ে বক্তারা শরণার্থীদের প্রতি মানবিক আচরণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে  ধন্যবাদ জানান।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬,২০১৭
এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।