ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবির ৬ ইমেরিটাস অধ্যাপককে সম্মাননা 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৭
ঢাবির ৬ ইমেরিটাস অধ্যাপককে সম্মাননা  ছবি: জিএম মুজিবুর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): ছয় ইমেরিটাস অধ্যাপকসহ সাতজনকে প্রথমবারের মতো সম্মাননা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুয়া)।

রোববার (০১ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের অ্যালামনাই ফ্লোরে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের এ সম্মাননা দেওয়া হয়।  

সংগঠনের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

 

সম্মাননাপ্রাপ্তরা হলেন-শিক্ষা ও গবেষণা ইনস্টিটউটের ড. সুলতানা সারওয়ারাতারা জামান, দর্শন বিভাগের ড. আব্দুল মতিন, ইংরেজি বিভাগের ড. সিরাজুল ইসলাম চৌধুরী, বাংলা বিভাগের ড. আনিসুজ্জামান, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ড. নাজমা চৌধুরী ও ক্লিনিকাল ফার্মেসি বিভাগের ড. আবুল কালাম আজাদ চৌধুরী এবং ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি বিচারপতি মোহাম্মাদ ইব্রাহীম (মরণোত্তর)।  

প্রত্যেককে স্বর্ণপদক ছাড়াও একটি ক্রেস্ট এবং উত্তরীয় পরিয়ে সম্মাননা জানানো হয়।  
 
অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ঢাবি  উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন মহাসচিব রঞ্জন কর্মকার।  

অর্থমন্ত্রী এমএ মুহিত বলেন, জ্ঞানের ক্ষেত্রে তাদের (সম্মাননাপ্রাপ্ত) যে অবদান, সেটার স্বীকৃতি এ সম্মননার মাধ্যমে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে অ্যালামনাইদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আশা করি ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৭
এসকেবি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।