ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বেরোবির ৫৪তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৭
বেরোবির ৫৪তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত বেরোবির ৫৪তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

বেরোবি (রংপুর): বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ৫৪তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

উপাচার্য ও সিন্ডিকেট সভাপতি অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ’র সভাপতিত্বে  সভায় উপস্থিত ছিলেন- সিন্ডিকেট সদস্য রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সিকদার মনোয়ার মুর্শেদ (সৌরভ সিকদার), বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. তাজুল ইসলাম, বাংলা বিভাগের অধ্যাপক ড. নাজমুল হক, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোরশেদ হোসেন, সিন্ডিকেটের সদস্য-সচিব এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইব্রাহীম কবীর প্রমুখ।

প্রায় চার ঘণ্টাব্যাপী চলা এ সভায় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।