ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবির ভর্তি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৭
রাবির ভর্তি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচিতে আংশিক পরিবর্তন আনা হয়েছে।

নতুন সময়সূচি অনুযায়ী, ২৫ অক্টোবর বুধবার দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত ইউনিট সি-৩ ও ইউনিট সি (অবিজ্ঞান) এবং ২৬ অক্টোবর বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত ইউনিট এফ-৩ ও ইউনিট এফ (অবিজ্ঞান) এর পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বুধবার (৪ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, অন্যান্য ইউনিটের পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত থাকবে। ২২ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবারের পরীক্ষায় অংশ নিতে তিন লাখ ১৬ হাজার ১২০ জন আবেদন করেছেন। ভর্তি পরীক্ষায় দ্বিতীয় বার অংশগ্রহণের সুযোগ চালু করায় আগেরবারের তুলনায় এবার আবেদনকারীর সংখ্যা প্রায় দ্বিগুণ।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।