ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবিতে এসিএমপি প্রোগ্রাম চালু

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৭
ঢাবিতে এসিএমপি প্রোগ্রাম চালু ঢাবিতে এসিএমপি প্রোগ্রাম চালু

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে (আইবিএ) অ্যাডভান্সড সার্টিফিকেট ফর ম্যানেজমেন্ট প্রফেশনালস (এসিএমপি) শীর্ষক নতুন একটি প্রশিক্ষণ কোর্স চালু করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের আইবিএ মিলনায়তনে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই কোর্স উদ্বোধন করেন।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, ভারতের আইআইএম আহমেদাবাদ এবং আইআইটি দিল্লির সহযোগিতায় আইবিএ’র ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এমডিপি) এই প্রশিক্ষণ কোর্স চালু করেছে।

দেশের বিভিন্ন আইটি প্রতিষ্ঠানের মধ্যম স্তরের কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণ কোর্স পরিচালিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. একেএম সাইফুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রাশেদুল ইসলাম বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।  

এছাড়া এলআইসিটি’র প্রকল্প পরিচালক মো. রেজাউল করিম, আইবিএ’র ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রামের চেয়ারম্যান শেখ মোর্শেদ জাহান, বিবিএ প্রোগ্রামের চেয়ারম্যান ড. মো. রিদওয়ানুল হক, ইওয়াই’র প্রকল্প পরিচালক বিদ্যুৎ ঠাকুর এবং ভারতের আইআইএম আহমেদাবাদ এবং আইআইটি দিল্লির দু’জন অধ্যাপক অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ডিজিটাল বাংলাদেশ গড়তে আইসিটি বিষয়ে দক্ষ মানবসম্পদ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন। এসিএমপি প্রোগ্রাম এ ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এসিএমপি প্রোগ্রামের আওতায় দেশের বিভিন্ন আইটি প্রতিষ্ঠানের মধ্যম স্তরের কর্মকর্তাদের প্রজেক্ট ম্যানেজমেন্ট, পিপল ম্যানেজমেন্ট, বিজনেস অ্যান্ড কাস্টমার ম্যানেজমেন্ট, বিজনেস কমিউনিকেশন, স্ট্রাটেজি ম্যানেজমেন্ট, বিজনেস অ্যানালাইটিক্স ও সাইবার সিকিউরিটি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৭
এসকেবি/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।