ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এমবিএম কোর্সে আবেদনপত্র বিতরণ চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১১ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭
এমবিএম কোর্সে আবেদনপত্র বিতরণ চলছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টে-বিআইবিএম/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ব্যাংকিং খাতে পেশা গড়তে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) মাস্টার্স অব ব্যাংক ম্যানেজমেন্ট (এমবিএম) কোর্সে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য আবেদনপত্র বিতরণ চলছে। গত ১ অক্টোবর থেকে শুরু হওয়া এ আবেদনপত্র বিতরণ চলবে ৫ নভেম্বর পর্যন্ত।

সংশ্লিষ্টরা বলছেন, যে কোনো বিষয়ে স্নাতক পাস শিক্ষার্থীরা বিআইবিএম কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। এ জন্য আগ্রহীদের শিক্ষাজীবনে কমপক্ষে একটি পরীক্ষায় প্রথম বিভাগে (সিজিপিএ-৩.৫০) পাস হতে হবে।

বাকিগুলোতে দ্বিতীয় বিভাগ থাকলে চলবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ থাকলে আবেদন করা যাবে না।

এক্ষেত্রে স্নাতকদের সিজিপিএ ৩.৫০, এসএসসি ও এইচএসসিতে সিজিপিএ ৪ এর বেশি (প্রথম বিভাগ) এবং সিজিপিএ ৩ থেকে ৪ পর্যন্ত (দ্বিতীয় বিভাগ) ধরা হবে।

এমবিএম প্রোগ্রামের জন্য একজন শিক্ষার্থীকে দুই বছর মেয়াদে মোট ২০টি বিষয়ে ৬৬ ক্রেডিট সম্পন্ন করতে হবে। চার মাস মেয়াদী মোট ৬টি ধাপে এ কোর্সগুলো সম্পন্ন করা হবে।

বিআইবিএম-এর মহাপরিচালক ড. তৌফিক আহমদ চৌধুরী বাংলানিউজকে বলেন, এ কোর্সে ভর্তি হতে হলে আবদেনকারীকে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। এরপর লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রথম ২০০ প্রার্থীকে ডাকা হবে মৌখিক পরীক্ষার জন্য। সেখান থেকে ৫০ থেকে ৮০ শিক্ষার্থীকে এমবিএম কোর্সে ভর্তি করা হবে।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭
এমএসি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।