ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে জাতীয় বিতর্ক উৎসব শুরু শুক্রবার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৩ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭
শাবিপ্রবিতে জাতীয় বিতর্ক উৎসব শুরু শুক্রবার

(শাবিপ্রবি): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিতর্ক উৎসব শুরু হচ্ছে শুক্রবার (১৩ অক্টোবর)।

বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন ‘শাহজালাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি’র আয়োজনে সপ্তাহব্যাপী এ বিতর্ক প্রতিযোগিতা শুরু হচ্ছে। উৎসব চলবে আগামী ২১ অক্টোবর পর্যন্ত।

 

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় এসব তথ্য তুলে ধরেন উৎসবের আহ্বায়ক সেলিম আহমেদ।

তিনি জানান, শুক্রবার সকাল ৯টায় এম. ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনে উৎসবের উদ্বোধন হবে। উৎসবে দেশের ২৯টি বিশ্ববিদ্যালয় অংশ নেবে। এছাড়া সংগঠনের নিয়মিত প্রকাশনা ‘অরিত্র’র মোড়ক উন্মোচন করা হবে।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জান্নাতুন তাজরীন, সহ-সভাপতি নাঈমুর রহমান দুর্জয়, সাধারণ সম্পাদক নুর-ই-জান্নাতসহ সংগঠনের সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭
আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।