ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে নবীনবরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে নবীনবরণ বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে নবীনবরণ, ছবি: বাংলানিউজ

রংপুর: রংপুরের বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ অক্টোবর) সকালে কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অধ্যক্ষ বিমলেন্দু সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-২ আসনের সংসদ সদস্য আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও বদরগঞ্জের কৃতি সন্তান ড. জাকির হোসেন, বদরগঞ্জ উপজেলা নির্বাহী (ইউএনও) অফিসার রাশেদুল হক।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদরগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ মেছের উদ্দিন, মহিলা কলেজের প্রতিষ্ঠাতা সদস্য কাজি খয়রাত হোসেন, কলেজ বাস্তবায়ন কমিটির সভাপতি আ ম আ কাইয়ুম, মুক্তিযোদ্ধা একরামুল হক দুলু, বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান প্রধান।

শুরুতেই নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা।

পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন বাংলাদেশ টেলিভিশনের শিল্পী রনজিন রায়, বদরগঞ্জের বিশিষ্ট সংগীত শিল্পী পূর্ণিমা সরকারসহ  একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।