ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবির ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনায় তদন্ত কমিটি 

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
জবির ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনায় তদন্ত কমিটি 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি): ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে ‘এ’ ইউনিটে (বিজ্ঞান অনুষদ ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত) ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কর্তৃপক্ষ। 

রোববার (১৫ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।  

বাংলানিউজকে তিনি বলেন, গত ১৩ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষার কিছুক্ষণ আগে ডিজিটাল জালিয়াতির মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে খবর বের হয়।

বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  

আইন বিভাগের অধ্যাপক ড. সরকার আলী আক্কাসকে আহ্বায়ক করে গঠিত তিন সদস্যের কমিটির অন্য সদস্যরা হলেন- ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মনিরুজ্জামান এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান।  

কমিটিকে আগামী ৭ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে জানান প্রকৌশলী ওহিদুজ্জামান।  

যোগাযোগ করা হলে তদন্ত কমিটির সদস্য ড. মনিরুজ্জামান বাংলানিউজকে বলেন, ‘আমি এখনও এই বিষয়ে অফিসিয়ালি কোনো চিঠি পাইনি। চিঠি পাওয়ার পর কাজ শুরু করবো। আর তখনই বলা যাবে কতদিনে এর প্রতিবেদন দেওয়া যাবে। ’

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
ডিআর/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।