ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবি সায়েন্স ক্লাবের গণিত অলিম্পিয়াড শুক্রবার

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
জাবি সায়েন্স ক্লাবের গণিত অলিম্পিয়াড শুক্রবার জাবি সায়েন্স ক্লাবের গণিত অলিম্পিয়াড শুক্রবার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: ‘সমস্যায় ভাবনা যত, গণিত নিয়ে ভাব ততো’ এ স্লোগানকে ধারণ করে আগামী শুক্রবার (২০ অক্টোবর) চতুর্থ বারের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সায়েন্স ক্লাব আয়োজন করেছে গণিত অলিম্পিয়াড-২০১৭।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ক্লাবের সভাপতি শাহরিয়ার কবির সোহাগ।

লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রতি বছরের মতো এবারও ঢাকাসহ আশেপাশের প্রায় অর্ধশতাধিক স্কুলের প্রায় তিন সহস্রাধীক শিক্ষার্থী নিয়ে গণিত অলিম্পিয়াডের আয়োজন করা হয়েছে।

শুক্রবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় জহির রায়হান মিলনায়তনে এ প্রতিযোগিতার উদ্বোধন করবেন ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক মো. খবির উদ্দিন।

এবছর ষষ্ঠ থেকে দশম শ্রেণির ১৫ জন করে মোট ৭৫ জন বিজয়ীকে পুরস্কার দেওয়া হবে।

আগামী ২১ অক্টোবর (শনিবার) পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশে বিজ্ঞান ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য জাবির সাবেক উপাচার্য ও বিশিষ্ট রসায়নবিদ অধ্যাপক শরীফ এনামুল কবির ও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান নঈম চৌধুরীকে সম্মননা দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সাইন্স ক্লাবের সাধারণ সম্পাদক সবুজ সরকার শুভ, সাবেক সভাপতি মো. রাশেদুল ইসলাম রাজ, সাংগঠনিক সম্পাদক ওয়ালীউল্লাহ সাদ, কোষাধ্যক্ষ মোস্তফা সায়েম, শিক্ষা সম্পাদক সোহরাব সরকার স্বাধীন, ক্লাবের সদস্য তানজিম শরীফ, ওয়াদুদা তামান্না, আহসান হাবিব, মোস্তাফিজ সনেট প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।