ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কড়া নিরাপত্তায় রাবিতে ভর্তিযুদ্ধ শুরু

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১১ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
কড়া নিরাপত্তায় রাবিতে ভর্তিযুদ্ধ শুরু

রাবি: কড়া নিরাপত্তায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে সম্মান প্রথম
বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। 

রোববার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় ‘এ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

ভর্তি পরীক্ষা উপলক্ষে ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার জানান, ভর্তি পরীক্ষার প্রথম দিন (রোববার) সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত ‘ই’ ইউনিটের ‘ই-১’ এর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।  সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ‘ই-২’ এবং সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত ‘ই-৩’
শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এছাড়া দুপুর আড়ইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত ‘এ-১’ ও বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ‘এ-২’ শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বাংলানিউজকে বলেন, জালিয়াতি ঠেকাতে নজরদারি বাড়ানো হয়েছে। ক্যাম্পাসে পুলিশের সার্বক্ষণিক টহল ও তিনটি কন্ট্রোল রুম করা হয়েছে। এছাড়া ক্যাম্পাসে ভ্রাম্যমাণ আদালত অবস্থান করছে।

বিশ্ববিদ্যালয়ের নয়টি অনুষদের ৫৭টি বিভাগ ও দুইটি ইনস্টিটিউটের অধীনে চার হাজার সাতশ’ আসনের বিপরীতে তিন লাখ ১৬ হাজার ১২০টি আবেদন জমা পড়েছে এবারের ভর্তি পরীক্ষায়।

বাংলাদেশ সময়: ১০০৯ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।