ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পবিপ্রবিতে অ্যাগ্রো ক্যারিয়ার এক্সপো অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৬ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
পবিপ্রবিতে অ্যাগ্রো ক্যারিয়ার এক্সপো অনুষ্ঠিত পবিপ্রবিতে অ্যাগ্রো ক্যারিয়ার এক্সপো অনুষ্ঠিত

পটুয়াখালী: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বিশ্ববিদ্যালয়ে অ্যাগ্রো ক্যারিয়ার এক্সপো-২০১৭ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) ও ক্যাটালিস্টের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেআইবি’র নির্বাহী সদস্য ও অ্যাগ্রো ক্যারিয়ার এক্সপো এর আয়োজক কমিটির আহ্বায়ক কৃষিবিদ সমীর চন্দ্র দাস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- কেআইবি’র দফতর সম্পাদক ও অ্যাগ্রো ক্যারিয়ার এক্সপো আয়োজক কমিটির সদস্য-সচিব কৃষিবিদ এম এম মিজানুর রহমান, এএনএসভিএম অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ রুহুল আমিন, রেজিস্ট্রার প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত, ক্যটালিস্টের প্রতিনিধি তাহসিন আকবর।

অনুষ্ঠানে সালেহ মোহাম্মদ রশীদ আকবর অলোকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- পবিপ্রবি ছাত্রলীগের সভাপতি মোশায়দুল ইসলাম সাদী, সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম, পবিপ্রবি ছাত্রলীগের সাবেক সভাপতি কৃষিবিদ মো. কামরুজ্জামান সোহাগ প্রমুখ।

বিশ্ববিদ্যালয়ের তিনটি অনুষদের শিক্ষার্থীদের নিয়ে এ বছর কেআইবি অ্যাগ্রো ক্যারিয়ার এক্সপো অনুষ্ঠানের আয়োজন করে। আগামী ২৯-৩০ নভেম্বর রাজধানী ঢাকায় কেআইবি’র আয়োজনে বৃহদাকারে অ্যাগ্রো ক্যারিয়ার এক্সপো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।  

এজন্যই তিনটি অনুষদের গ্রাজুয়েটদের রেজিস্ট্রেশন সম্পন্ন, ক্যারিয়ার গঠন, জব প্রস্তুতিসহ বিভিন্ন বিষয়ে প্রাথমিক ধারণা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
এমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।