ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবির যুগ পূর্তিতে আনন্দ-উৎসব

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
জবির যুগ পূর্তিতে আনন্দ-উৎসব জবির যুগ পূর্তিতে আনন্দ-উৎসব/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জ‌বি) এক যুগ পূ‌র্তিতে ‘আনন্দ-উৎসব’ উদযাপিত হ‌য়ে‌ছে।

বুধবার (২৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগে কেন্দ্রীয় মিলনায়তনে নৃত্য পরিবেশনা, গান, কবিতা আবৃত্তি, কৌতুক ও নাটিকা প্রদর্শনীসহ নানা অনুষ্ঠানের মাধ্যমে একযুগ পূ‌র্তির এ ‘আনন্দ উৎসব’ উদযাপিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, ‘এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে শুধু আনন্দ লাভ হয় তা না, শিক্ষার্থীদের মনন বিকাশেও ভূমিকা রাখে।

সাংস্কৃতিক কর্মকাণ্ড মানুষের মানুষ্যত্বকে জাগ্রত করে। তাই সব বিভাগের শিক্ষার্থীদের এ ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকা প্রয়োজন। ’

এসময় বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আরজুমন্দ আরা বানু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া এবং কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলা বিভাগের অধ্যাপক ও অনুষ্ঠানের আহ্বায়ক ড. পারভীন আক্তার জেমী।

এসময় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, দফতরের পরিচালক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
ডিআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।