ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে পথশিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
জাবিতে পথশিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ জাবিতে পথশিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, ছবি: বাংলানিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পথশিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের মাস্টার্সের দুই শিক্ষার্থী। এ সময় তারা পথশিশুদের মিষ্টিমুখ করান।

নওশাদ নাবিল ও মনজুরুল ইসলাম মাহিন নামে ওই দুই শিক্ষার্থী তাদের জন্মদিন উপলক্ষ্যে এ ব্যতিক্রমধর্মী আয়োজন করেন।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সামনে

বিশ্ববিদ্যালয়ের পথশিশুদের সংগঠন ‘তরী’র প্রায় ৫০ জন পথশিশুর মাঝে তারা শিক্ষা উপকরণ বিতরণ করেন।

এ ধরণের ব্যতিক্রমধর্মী উদ্যোগ নেওয়ার কারণ জানতে চাইলে নওশাদ আলম বলেন, ক্যাম্পাসে অনেকেই আড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে জন্মদিন উদযাপন করে। সেই ধারা থেকে বেরিয়ে এসে ছিন্নমুল পথশিশুদের সঙ্গে কিছু সময় কাটানো ও কিছু শিক্ষা সামগ্রী দিতে পেরে নিজের কাছে অন্য রকম ভালো লাগছে।

মনজুরুল ইসলাম মাহিন বলেন, আসলে জন্মদিন মানেই মজামাস্তি ও আনন্দ-উল্লাস

করা, কেক কাটা। আমরা এ নিয়মের বাইরে গিয়ে কিছু ব্যতিক্রমধর্মী কাজ করার

চিন্তা করেছিলাম। দুই বন্ধুর একই দিনে জন্মদিন হওয়ায় এ উদ্যোগটি গ্রহণ

করতে সহজ হয়েছে আর তরীর সার্বিক সহযোগিতায় আমাদের উদ্যোগটি বাস্তবায়ন হয়েছে ।

পথ শিশুদের সংগঠন ‘তরী’র সভাপতি শফিকুল ইসলাম বলেন, সবাই যদি তাদের মত ব্যতিক্রম ধর্মী চিন্তা করতো তাহলে ‘পথ শিশু’ বলে তাদের যে পরিচয় দেওয়া হয়, তা আর দিতে হত না।   এ সময় তিনি সমাজের সব মানুষকে পথশিশুদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান।

এ সময় তরীর বর্তমান ও সাবেক সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।