ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

দেশে চালু হচ্ছে পাওয়ার ইঞ্জিনিয়ারিং উচ্চতর শিক্ষা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৭
দেশে চালু হচ্ছে পাওয়ার ইঞ্জিনিয়ারিং উচ্চতর শিক্ষা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান-ছবি-বাংলানিউজ

ঢাকা: বাংলাদেশে প্রথমবারের মতো চালু হচ্ছে পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ের উপর ৪ বছর মেয়াদি উচ্চতর ডিগ্রি। চায়না ইনস্টিটিউট অব টেকনোলোজির (বিসিআইটি) সার্বিক তত্ত্বাবধানে চীনের লানজু জিয়াতং ইউনির্ভাসিটি বাংলাদেশের স্টামফোর্ড ইউনির্ভাসিটিতে এ বিভাগ চালু করছে।

সোমবার (৬ নভেম্বর) রাজধানীর স্টামফোর্ড ইউনির্ভাসিটির সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে এ চুক্তি স্বাক্ষর হয়।  

চুক্তিতে স্টামফোর্ডের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের উপাচার্য অধ্যাপক মোহম্মদ আলী নকী ও চীনের লানজু জিয়াতং ইউনির্ভাসিটির প্রেসিডেন্ট ইয়াং জিজিয়াং।

এসময় উপস্থিত ছিলেন চীনের গানসু প্রদেশের পররাষ্ট্র বিষয়ক ডেপুটি ডিরেক্টর জেনারেল ইয়াং ইয়াংগং, বিসিআইটি’র চেয়ারম্যান মাসুম এম. মসহিন, ব্যবস্থাপনা পরিচালক চার্লি চা ও পরিচালক (অপারেশন) প্রবীর কুমার বড়ুয়া।

পাওয়ার ইঞ্জিনিয়ারিং প্রসঙ্গে বিসিআইটি’র ব্যবস্থাপনা পরিচালক চার্লি চা জানান, বাংলাদেশের পাওয়ার সেক্টরে চাহিদা থাকা সত্ত্বেও রয়েছে দক্ষ পাওয়ার ইঞ্জিনিয়ারের স্বল্পতা। সে চাহিদা পূরণে সরাসরি চীনের অভিজ্ঞ শিক্ষকরা এ বিভাগ পরিচালনা করবেন।  

বিসিআইটি’র চেয়ারম্যান মাসুম এম. মসহিন জানান, বর্তমানে দেশে সরকারি-বেসরকারি বেশ কয়েকটি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এসব প্রতিষ্ঠানে প্রচুর পাওয়ার ইঞ্জিনিয়ারের চাহিদা রয়েছে। এ ডিগ্রি অর্জনের পর দেশের পাওয়ার সেক্টরে কাজ করার সম্ভাবনা রয়েছে। এছাড়া বিশ্ববাজারেও রয়েছে চাকরির সুযোগ।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৭
আরআর  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।