ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বেরোবির ভর্তি পরীক্ষার পাস নম্বর কমানোর সিদ্ধান্ত

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৭
বেরোবির ভর্তি পরীক্ষার পাস নম্বর কমানোর সিদ্ধান্ত

বেরোবি (রংপুর): বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষায় সামাজিক বিজ্ঞান অনুষদের দুটি ইউনিটের ফলাফলে উত্তীর্ণের সংখ্যা কম হওয়ায় পাস নম্বর কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মুহাম্মদ ইব্রাহীম কবীর।

বিভিন্ন সূত্রে জানা যায়, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের তৃতীয় শিফটের প্রায় ৯৩টি আসনের বিপরীতে সমান সংখ্যক শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হলেও বিজনেস অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ২৪৫টি আসনের বিপরীতে তার চেয়ে কম সংখ্যক শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

ভর্তি পরীক্ষার ফল বিপর্যয়ের এমন ঘটনায় পাস নম্বর ৩৫ থেকে কমিয়ে ২৮ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভর্তি কমিটি।

ফলাফল বিপর্যয়ের কারণ হিসেবে এ বছর ভর্তি পরীক্ষায় প্রথম নেগেটিভ নম্বর রাখা ও প্রশ্নপত্র তুলনামূলক কঠিন হওয়াকে ধারণা করা হচ্ছে।
 
গত ২৬ থেকে ৩০ নভেম্বর বেরোবি’র ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আগামী বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৭
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।