ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে পাঁচ দিনব্যাপী ‘নাট্য পার্বণ’

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৮
জাবিতে পাঁচ দিনব্যাপী ‘নাট্য পার্বণ’ ‘নাট্য পার্বণ-২০১৮’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: ‘উন্মুক্ত করি সময়ের রুদ্ধদার’ স্লোগানে জাহাঙ্গীরনগর থিয়েটার আয়োজন করতে যাচ্ছে পাঁচ দিনব্যাপী ‘নাট্য পার্বণ-২০১৮’।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সংগঠনটির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান রানা বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রতিবছরের মতো এবারও জাহাঙ্গীরনগর থিয়েটার ‘নাট্য পার্বণে’র আয়োজন করতে যাচ্ছে।

 ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

আগামী ৬ জানুয়ারি পদাতিক নাট্য সংসদের প্রযোজনায় থাকছে নাটক ‘জনমাংক’। ৭ জানুয়ারি জাহাঙ্গীরনগর থিয়েটারের প্রযোজনায় থাকছে নাটক ‘টিনের তলোয়ার’। ৮ জানুয়ারি দেশ নাটক প্রযোজনায় থাকছে নাটক ‘নিত্যপুরাণ’। ৯ জানুয়ারি জাহাঙ্গীরনগর থিয়েটারের প্রযোজনায় থাকছে নাটক ‘ম্যাসাকার’, ১০ জানুয়ারি অ্যাপিফ্যানিয়া ভিজ্যুয়াল প্রোডাকশনের প্রযোজনায় নাটক ‘ইরাবানাট্যম: প্রান্ত্যজনের আখ্যান’।  

প্রতিদিন সন্ধ্যায় ৬টায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল-দ্বীন মুক্তমঞ্চে নাটকগুলো মঞ্চস্থ হবে।

এছাড়া, সমাপনী অনুষ্ঠানে কাজী রফিককে ‘নাট্যজন’ এবং লুবনা মারিয়ামকে ‘গুণিজন’ সম্মাননা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।