ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ফাঁসরোধে প্রশ্ন তৈরিতে নয়া পদ্ধতি উদ্ভাবনের চেষ্টা চলছে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
ফাঁসরোধে প্রশ্ন তৈরিতে নয়া পদ্ধতি উদ্ভাবনের চেষ্টা চলছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন (ফাইল ফটো)

ঢাকা: প্রশ্নপত্র ফাঁস রোধে প্রশ্ন প্রণয়নের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় নতুন পদ্ধতি উদ্ভাবনের চেষ্টা করছে। একইসঙ্গে প্রশ্নফাঁসের মূলে পৌঁছানোরও চেষ্টা করছে।

এ কথা জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন। চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে হাইকোর্ট বিচারিক ও প্রশাসনিক তদন্ত কমিটি গঠন করে দেবেন বলে জানানোর পর বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাচ্ছিলেন তিনি।

সচিব বলেন, আমরা আদালতের নির্দেশনা প্রতিপালন করবো। তাছাড়া, প্রশ্নপত্র ফাঁস রোধের জন্য প্রশ্ন প্রণয়নে নতুন পদ্ধতি উদ্ভাবনের চেষ্টা করছে শিক্ষা মন্ত্রণালয়।

প্রশ্নফাঁসের হোতাদের ধরতে এর মূলে পৌঁছানোর জন্য গোয়েন্দা বাহিনী আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান সোহরাব হোসাইন।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
এমআইএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।