ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এসএসসির প্রশ্নফাঁস চক্রের সদস্য বগুড়ায় আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৮
এসএসসির প্রশ্নফাঁস চক্রের সদস্য বগুড়ায় আটক র‌্যাবের হাতে আটক রবিউল আলম/ছবি: বাংলানিউজ

বগুড়া: বগুড়া শহরে অভিযান চালিয়ে চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য রবিউল আলমকে (১৯) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা।

রবিউল আলম গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার শিবপুর গ্রামের জালাল মিয়ার ছেলে।

রোববার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরের জহুরুল নগর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাব-১২’র সদস্যরা।

দুপুরে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এসএম মোর্শেদ হাসান সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান।

এসএম মোর্শেদ হাসান জানান, একই এলাকার সোহান পারভেজ প্রশ্নফাঁস সংক্রান্ত একটি চক্রের প্রধান। তারা পরীক্ষার আগের দিন এসএসসি পরীক্ষার লিখিত প্রশ্নফাঁস করে প্রথমে হাতে লিখে। এরপর তা ফেসবুকের ম্যাসেঞ্জারের অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিক্রি করে। টাকার লেনদেন হয় বিকাশ নম্বরের মাধ্যমে।

একইভাবে পরীক্ষা শুরু এক ঘণ্টা আগে এমসিকিউ প্রশ্ন উত্তরসহ ফাঁস করে চক্রটি। আটক রবিউল আলম ও পলাতক সোহান পারভেজ গোপালগঞ্জের একটি কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী বলেও জানান মেজর এসএম মোর্শদ হাসান।

আটক রবিউল আলমকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এ চক্রের মূলহোতাসহ পুরো গ্রুপকে আটকে অভিযান অব্যাহত রয়েছে এসএম মোর্শদ হাসান।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৮
এমবিএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।