রবিউল আলম গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার শিবপুর গ্রামের জালাল মিয়ার ছেলে।
রোববার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরের জহুরুল নগর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব-১২’র সদস্যরা।
এসএম মোর্শেদ হাসান জানান, একই এলাকার সোহান পারভেজ প্রশ্নফাঁস সংক্রান্ত একটি চক্রের প্রধান। তারা পরীক্ষার আগের দিন এসএসসি পরীক্ষার লিখিত প্রশ্নফাঁস করে প্রথমে হাতে লিখে। এরপর তা ফেসবুকের ম্যাসেঞ্জারের অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিক্রি করে। টাকার লেনদেন হয় বিকাশ নম্বরের মাধ্যমে।
একইভাবে পরীক্ষা শুরু এক ঘণ্টা আগে এমসিকিউ প্রশ্ন উত্তরসহ ফাঁস করে চক্রটি। আটক রবিউল আলম ও পলাতক সোহান পারভেজ গোপালগঞ্জের একটি কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী বলেও জানান মেজর এসএম মোর্শদ হাসান।
আটক রবিউল আলমকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এ চক্রের মূলহোতাসহ পুরো গ্রুপকে আটকে অভিযান অব্যাহত রয়েছে এসএম মোর্শদ হাসান।
বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৮
এমবিএইচ/ওএইচ/