ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পরীক্ষা চলাকালে উত্তরপত্র তৈরি করায় শিক্ষক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
পরীক্ষা চলাকালে উত্তরপত্র তৈরি করায় শিক্ষক আটক

নাটোর: একদিকে চলছে এসএসসির ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভিশন বিষয়ের পরীক্ষা। অন্যদিকে, হলে ঢুকে প্রশ্নপত্র দেখে অফিস কক্ষে বসে সেই প্রশ্নের উত্তর তৈরি করছেন শিক্ষক। উদ্দেশ্য, পরীক্ষার্থীদের মধ্যে উত্তর সরবরাহ করা।

এমনই অনৈতিক কাজের অভিযোগে আটক হয়েছেন মতিউর রহমান নামে এক শিক্ষক।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ঘটনাটি ঘটেছে নাটোরের লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে।

মতিউর রহমান লালপুর উপজেলার বড়বড়ীয়া গ্রামের আজিজুল খলিফার ছেলে। তিনি লালপুর থানা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন।  

লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম বাংলানিউজকে বলেন, ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভিশন বিষয়ের পরীক্ষা চলছিল। এসময় মতিউর রহমান পরীক্ষার হল থেকে প্রশ্ন দেখে এসে পরীক্ষার্থীদের মধ্যে উত্তর সরবরাহের উদ্দেশে অফিস কক্ষে বসে উত্তর তৈরি করছিলেন। আমি ওই পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে উত্তরপত্রসহ তাকে আটক করেছি। পরে তাকে লালপুর থানায় সোপর্দ করা হয়।

এ ব্যাপারে লালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম আসাদুজ্জামান বাদী হয়ে লালপুর থানায় মামলা দায়ের করেছেন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।