বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) মৎস্য বিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষে এ কর্মশালার উদ্বোধন করা হয়।
গবেষণায় দেখা যায়, অ্যাকোয়াপনিক্স পদ্ধতিতে শাক-সবজি চাষ করতে মাটিতে চাষাবাদের চেয়ে ১০ ভাগের ১ ভাগ পানি প্রয়োজন হয়।
কর্মশালাটিতে অ্যাকুয়াকালচার বিভাগের প্রধান অধ্যাপক ড. মাহ্ফুজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. গিয়াস উদ্দিন আহমদ।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. জি. ভারনন বায়ার্ড। এতে দেশের এবং বিদেশের প্রায় ৫০ জন প্রশিক্ষণার্থী অংশ নেবে।
প্রশিক্ষণ দেন অ্যাকোয়াপনিক্সের উদ্ভাবক ও বাকৃবি মৎস্য বিজ্ঞান অনুষদের অ্যাকুয়াকালচার বিভাগের অধ্যাপক ড. এম এ সালাম এবং আমেরিকার লিডিং সাইন্স ইউনিভার্সিটি ও ন্যাশনাল হাওয়াইয়ের অধ্যাপক ড. জি ভারনন বায়ার্ড।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৮
আরবি/