ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঈদের আগেই লুমার মুক্তি দাবি কোটা আন্দোলনকারীদের

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৮
ঈদের আগেই লুমার মুক্তি দাবি কোটা আন্দোলনকারীদের বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সংবাদ সম্মেলন

ঢাকা বিশ্ববিদ্যালয়: কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম-আহ্বায়ক ও ইডেন কলেজের শিক্ষার্থী লুৎফুন্নাহার লুমার মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।

শুক্রবার (১৭ আগস্ট) বিকেলে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) মিলনায়তনের আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।

এতে লিখিত বক্তব্যে পাঠ করেন আন্দোলনের যুগ্ম-আহ্বায়ক আতাউল্লাহ।

তিনি বলেন, ‘আমরা প্রশাসনকে অনুরোধ করবো মিথ্যা, ষড়যন্ত্র ও প্রহসনের মামলা ও রিমান্ড প্রত্যাহার করে নিরপরাধ লুৎফুন্নাহার লুমাকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। একই সঙ্গে কোটা সংস্কার ও নিরাপদ সড়ক আন্দোলনে মিথ্যা মামলায় আটকদের ঈদের আগেই মুক্তি দিতে হবে। ’

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, ‘ইডেন কলেজের শিক্ষার্থী লুৎফুন্নাহার লুমা কোটা সংস্কার আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেয়। তিনি ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনে কোনোভাবেই জড়িত ছিলেন না। তিনি গত ৩ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত গোপালগঞ্জ ও সিরাজগঞ্জে অবস্থান করছিলেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো ‘নিরাপদ সড়ক চাই আন্দোলনে’ জিগাতলার ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটিতে মেয়েটি মুখ ঢেকে বক্তব্য দেওয়ায় সঠিক পরিচয় নির্ণয় করা সম্ভব হয়নি। মেয়েটিকে গোলাপি রঙের একটি জামা পরিহিত অবস্থায় দেখা যায়। এর আগে লুমা গোলাপি রঙের একটি জামা পরে একটি টিভি টকশোতে গিয়েছিলেন। ’

‘শুধুমাত্র গোলাপি রঙের জামা দেখে সম্পূর্ণ সন্দেহের বশবর্তী হয়ে এবং কোটা সংস্কার আন্দোলনে জড়িত থাকার অপরাধে মিথ্যা মামলায় তাকে গ্রেফতার করে রিমান্ডের নামে নির্যাতন করা হচ্ছে। যদিও পুলিশ ভিডিওর মেয়েটির সঙ্গে লুমার কোনো সম্পৃক্ততা পায়নি বলে স্বীকার করেছেন। ’

এভাবে গ্রেফতার কোটা সংস্কার আন্দোলনকে বানচাল করার হীন চেষ্টা বলেও তিনি মন্তব্য করেন।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৮
এসকেবি/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।