শাহবাগ থেকে টিএসসিমুখী সড়কে গুটি কয়েক রিকশা ছাড়া আর কিছুই চোখে পড়েনি। পলাসীর মোড় থেকে এসএম হলের সামনে উদয়ন স্কুল সড়ক সবই ফাঁকা দেখা যায়।
ভিসির বাসভবন চত্বরের সামনে থেকে টিএসসির দিকে এগুলে বামে কলা ভবন পার হয়ে রোকেয়া হলের গেটে গিয়ে দেখা গেছে পুরোটাই নীরব। গেটের সামনে নেই শিক্ষার্থীদের আনাগোনা। রোকেয়া হল গেটের উল্টো পাশে হাকিম চত্বরের অস্থায়ী চা-সিঙ্গারার দোকানেও মিলেনি কোনো ক্রেতা।
চা বিক্রেতা জুয়েল বলেন, ঈদের ছুটিতে শিক্ষার্থীরা সব বাড়ি গেছে। তাই এখানে লোকজন নেই বললেই চলে। সন্ধ্যার দিকে দুই-চারজন এলেও ঢাবি না খোলা পর্যন্ত আগের মতো জমজমাট হবে না।
টিএসসি এলাকায় ঘুরতে এসেছেন সোহেল হায়দার। তিনি বলেন, ঈদের ছুটি চলছে। তাই শিক্ষার্থীরা বাড়ি চলে গেছে। এই এলাকায় বহিরাগত লোকদের চেয়ে ঢাবির শিক্ষার্থীরাই বেশি আসেন। সেজন্য এখন ফাঁকা।
টিএসসি থেকে দোয়েল চত্বর সড়ক ধরে ঢাকা মেডিকেলমুখী সড়কেও তেমন যানবাহন চোখে পড়েনি। কার্জন হলের আশপাশেও অনেকটা ফাঁকা দেখা গেছে।
সোহরাওয়ার্দী উদ্যানের অভ্যন্তরে বিচ্ছিন্নভাবে কিছু মানুষকে ঘোরাফেরা করতে দেখা গেছে। কয়েকটি ফুচকা-চটপটির দোকান থাকলেও তাতে ক্রেতা নেই।
ফুচকা বিক্রেতা সেলিম বলেন, ঈদের ছুটির কারণে ঢাকা থেকে অনেক মানুষ গ্রামে গেছে। তার প্রভাব এখানেও। তবে সন্ধ্যার দিকে কিছু মানুষ ঘুরতে আসবে বলে আশা করছি। তখন হয়তো কিছু বেচাকেনা হবে।
বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৮
এমএইচ/আরবি/