শুক্রবার (১২ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা সাদেক হোসেন মজুমদার বাদী হয়ে অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলাটি করেন।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম মিয়া বাংলানিউজকে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দীন বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবারের (১১ অক্টোবর) ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। পুলিশ প্রশাসন আশ্বস্ত করেছেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে তারা প্রকৃত দোষীদের আইনের আওতায় আনবে।
এদিকে ওই ঘটনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনের ক্যাডেট দ্বীন মোহাম্মদ হামলার শিকার হওয়ায় প্লাটুনের সিইউও মো. সোহান শেখ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
পাশাপাশি প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বিশ্ববিদ্যালয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতারা। সেই সঙ্গে প্রশাসনের কাছে এমন সন্ত্রাসী কর্মকাণ্ডের দ্রুত বিচার দাবি করেন তারা।
বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৮
জিপি