ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইতিহাস পরিষদের সভাপতি আর নেই

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
ইতিহাস পরিষদের সভাপতি আর নেই আবদুল মতিন সরকার

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): বাংলাদেশ ইতিহাস পরিষদের সভাপতি অধ্যাপক আবদুল মতিন সরকার আর নেই (ইন্নালিল্লাহি....ইলাইহি রাজিউন)।

বার্ধক্যজনিত কারণে বুধবার (১৩ ফেব্রুয়ারি) দিনগত রাত দেড়টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এর আগে তিনি ঢাবির শিল্পকলার ইতিহাস বিভাগ থেকে অবসর গ্রহণ করেন।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আবদুর রহিম বাংলানিউজকে জানান, গুলশানের আজাদ মসজিদে জানাজার নামাজ শেষে সাড়ে বারোটায় চারুকলা অনুষদ প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদনের জন্য মরহুমের মরদেহ রাখা হবে। পরবর্তীতে গ্রামের বাড়িতে দাফন করা হবে বলে জানান তিনি।

এদিকে প্রবীণ এ অধ্যাপকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঢাবির উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও প্রক্টর অধ্যাপক ড. গোলাম রব্বানী।

বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
এসকেবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।