ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এসডিজি নিয়ে আইইউবিএটিতে সেমিনার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, মার্চ ২, ২০১৯
এসডিজি নিয়ে আইইউবিএটিতে সেমিনার আইইউবিএটি’র সেমিনারে অতিথিরা

ঢাকা: টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) নিয়ে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে (আইইউবিএটি) আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

সম্প্রতি সেন্টার ফর গ্লোবাল এনভায়রনমেন্ট কালচারের (সিজিইসি) যৌথ উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

বক্তারা সেমিনারে বলেন, এখন প্রতিনিয়ত উন্নত প্রযুক্তির উদ্ভাবন হচ্ছে।

এসব প্রযুক্তি ব্যবহার করে জনগণের স্থায়ী উন্নয়ন সম্ভব। বাংলাদেশ সেদিকে এগিয়ে যাচ্ছে।  

সেমিনারে সভাপতিত্ব করেন আইইউবিএটি’র উপাচার্য প্রফেসর ড. আব্দুর রব। সেমিনারে উপস্থিত ছিলেন শিক্ষার্থী, বিভিন্ন অনুষদের চেয়ারম্যান, ডীন ও সদস্যরা।

সেমিনারে সিজিইসি সদস্যের মধ্যে সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ রেহান দস্তাগীর স্বাগত বক্তৃতা দেন এবং ড. ফেরদৌস আহমেদ ধন্যবাদ জ্ঞাপন করেন।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, মার্চ ০২, ২০১৯
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।