রোববার (৩ মার্চ) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেন তারা।
কর্মকর্তা সমিতির সভাপতি শামসুল ইসলাম জোহার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মীর মোরশেদুল আলমের সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে বিভিন্ন বিভাগের কর্মকর্তারা বক্তব্য রাখেন।
কর্মকর্তা সমিতির সভাপতি শামসুল ইসলাম জোহা বাংলানিউজকে বলেন, ‘দাবি আদায় না হওয়া পর্যন্ত ৬ মার্চ পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মবিরতির পালন করবে কর্মকর্তা সমিতি। এর মধ্যে যদি প্রশাসন আমাদের দাবি না মেনে নেয়, তাহলে বুধবার (৬ মার্চ) নতুন কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।
জানা যায়, তিনটি দাবি নিয়ে দীর্ঘ দিন ধরে আন্দোলন করে আসছে বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতি। তাদের দাবিগুলো হলো- পূর্বের মতো সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত কর্মঘণ্টা নির্ধারণ, বেতন বৈষম্য দূরীকরণ এবং চাকরির বয়সসীমা ৬২ বছরে উন্নীত করা।
বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৯
জিপি