সোমবার (১১ মার্চ) দুপুর ১টার পর থেকে ঢাবি এলাকাজুড়ে দেখা যায় এ চিত্র।
অভিযোগ উঠেছে, আওয়ামীপন্থি ছাত্র সংগঠনের নেতারা হলে অবস্থান নিয়ে ভোটকেন্দ্রগুলো দখলে রেখেছে।
এদিকে নিয়মানুসারে সব হলে দুপুর ২টার মধ্যে ভোটগ্রহণ শেষ হওয়ার কথা থাকলেও ভোট চলছে- এমন সিদ্ধান্ত জানিয়ে এক প্রকার জোর করেই চলছে ভোটের কার্যক্রম। নির্বাচনের নিয়মে উল্লেখ ছিল যদি ভোটারদের উপস্থিতি বেশি থাকে তাহলে অতিরিক্ত সময়ে ভোট চলবে। কিন্তু এই নিয়ম ব্যবহার করেই চলছে অনিয়ম।
ক্যাম্পাসজুড়ে থেমে থেমে চলছে বিক্ষোভ। শিক্ষার্থীরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে মিছিল-স্লোগানে উত্তাল রেখেছে। ভিসির বাড়ির সামনে জড়ো হয়েচে ভোট বাতিলের দাবিতে স্লোগান দিচ্ছেন বর্জনকারীরা। ক্যাম্পাসে মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক পুলিশ।
তবে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে নিয়মানুসারেই বিকেল ৫টা ১০ পর্যন্ত ভোটগ্রহণ চলবে সেখানকার ভোট কারচুপি ও বিক্ষোভের কারণে।
বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, মার্চ ১১, ২০১৯
এমএএম/এএ