বুধবার (১৩ মার্চ) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের যৌথ আন্তরিকতায় ডাকসু নির্বাচন শেষ হয়েছে।
পাঁচ প্যানেলের আন্দোলন কর্মসূচি সম্পর্কে প্রশ্ন করলে অধ্যাপক আখতারুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ে বর্তমানে সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে, একাডেমিক কার্যক্রম চলছে। কেউ বিশৃঙ্খলা করার প্রয়াস নিলে সহ্য করা হবে না। অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে উপাচার্যের কার্যালয়ের সামনে পুনঃনির্বাচনের দাবিতে পাঁচ প্যানেলের প্রার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে। সেখান থেকে তিন দফা দাবিতে স্মরকলিপি প্রদান করা হয়। এর পর পুনরায় মিছিল করে উপাচার্য কার্যালয় ত্যাগ করে তারা।
বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৯
এসকেবি/এমএএম/পিএম/এসএইচ