মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যায়ের মধুর ক্যান্টিন থেকে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকরামুল হাসান, বিশ্ববিদ্যিলয় শাখার সভাপতি আল মেহেদী তালুকদার ও সাধারণ সম্পাদক আবুল বাশার সিদ্দীকির নেতৃত্বে মিছিল বের করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলার পাদদেশে মিলিত হয়।
এতে বক্তব্য রাখেন ডাকসুতে ছাত্রদলের প্যানেল থেকে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করা মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, ১১ মার্চের ডাকসু নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস কলঙ্কিত হয়েছে। প্রশাসন রাতেই অনিয়ম করেছে। যার কারণে আমরা ভোট বর্জন করেছি। কালো নির্বাচন বাতিল করে আমরা জড়িতদের পদত্যাগ দাবি করছি। পাশাপাশি নির্বাচন কমিশন পুনর্গঠনের মাধ্যমে পুনর্নির্বাচন না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।
ছাত্রদলের ঢাবি শাখার সাধারণ সম্পাদক আবুল বাশার সিদ্দীকী উপাচার্যের পদত্যাগসহ কারচুপির নির্বাচনের সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করেন।
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৯
এসকেবি/ওএইচ/