মঙ্গলবার (১৯ মার্চ) গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান শামসুজ্জামান মিলকীকে উপদেষ্টা করে এ কমিটি ঘোষণা করার বিষয়টি জানানো হয়।
কমিটির অন্যান্যরা হলেন- আব্দুর রহমান (সিনিয়র সহ-সভাপতি), আবদুল্লাহ হক মোল্লা, মোজাম্মেল হক মিলন ও আকবর হোসেন (সহ-সভাপতি), শাহ আলম, আবির হাসান প্রান্ত ও আনোয়ার হোসেন আসিফ (যুগ্ম-সাধারণ সম্পাদক), মিজানুর রহমান (সাংগঠনিক সম্পাদক), সিরাজুম মনিরা সোপা (কোষাধ্যক্ষ), আরাফাত হোসেন (দফতর সম্পাদক), মাহমুদুল হাসান (প্রচার সম্পাদক), শাহিদুল ইসলাম বিজয় (শিক্ষা ও পাঠচক্র সম্পাদক), উম্মে সালমা শাওন (ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক)।
এছাড়া কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন- ফাতেমা তুজ জোহরা, ইয়াছিন মিয়া, জুলিয়া জান্নাত ও নাসরিন আক্তার।
প্রসঙ্গত, ২০১৮ সালের ২৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে মুকুল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে আসছে সংগঠনটি।
বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৯
এসআরএস