বুধবার (২৭ মার্চ) বেলা সাড়ে ১১টায় নবীন শিক্ষাকদের নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনুষ্ঠিত ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত দিনব্যাপী এক কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী এ কথা বলেন।
কর্মশালায় নবীন শিক্ষকদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, আপনারা আপনাদের ক্লাসরুমে শিক্ষার্থীদের সামনে যে বিষয়ে পাঠদান করছেন, সেই বিষয়ে আপনাদের আগে থেকেই পর্যাপ্ত জানতে হবে।
দিনব্যাপী ‘টিচিং স্ট্র্যাটিজি ফর টারসিয়ারী এডুকেশন’ শীর্ষক এ কর্মশালায় আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. কেএম আব্দুস ছোবহানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা।
কর্মশালায় রিসোর্স পারসন ছিলেন ভারতের পন্ডিত জওহরলাল নেহেরু টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের টিআরআর কলেজ অব ইঞ্জিনিয়ারিংয়ের ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক বিশিষ্ট কবি, সমালোচক ও অনুবাদক ড. বিনা বিশ্বাস।
বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, মার্চ, ২৭, ২০১৯
জিপি