বৃহস্পতিবার (২৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে বহিরাগতমুক্ত ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন করেছেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
গত ২৫ মার্চ পলাশীতে আইন বিভাগের ছাত্র তাজুল ইসলামের উপর বহিরাগদের আক্রমণের প্রতিবাদে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের’ ব্যানারে এই মানববন্ধন করা হয়।
এতে যোগ দেন ডাকসুর সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সাদ্দাম হোসেন ও সমাজ সেবা সম্পাদক আকতার হোসেন।
ডাকসুর ভিপি বলেন, নিরাপদ ক্যাম্পাসের এই দাবিটি দীর্ঘদিনের। আমরা আগেই প্রশাসনকে স্মারকলিপি দিয়েছিলাম। কিন্তু তা এখনও বাস্তবায়ন হয়নি। আমরা প্রশাসনকে আমাদের দাবি মানতে বাধ্য করবো।
এজিএস সাদ্দাম হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় একটি শিক্ষাপ্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও এখানে বাইরের মানুষের অবাধ যাতায়াতের কারণে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ক্যাম্পাস জীবন বিঘ্নিত হয়। আমরা আমাদের পক্ষ থেকে প্রশাসনকে জানিয়েছি যেন গণপরিবহনকে নিয়ন্ত্রণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৯
এসকেবি/এএটি