ঢাকা: প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার নতুন পদ্ধতিতে অনুমোদন দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিন্ডিকেট। নতুন পদ্ধতি অনুযায়ী, ২০১৯-২০ শিক্ষাবর্ষ থেকেই ৬০ নম্বরের এমসিকিউ এর পাশাপাশি ৪০ নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে ভর্তিচ্ছুদের।
বৃহস্পতিবার (২৮ মার্চ) রাতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক এবং সিন্ডিকেট সদস্য মোহাম্মদ হুমায়ুন কবির।
বর্তমানে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরিক্ষা হয়।
বাংলাদেশ সময়: ০০৫১ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৯
এসকেবি/এমএ
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।